নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নতুন দিল্লির ভারত মন্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করেন। ৬-৮ ডিসেম্বর তিন দিনের এই মহোৎসবে উত্তর পূর্বাঞ্চলের ৮ টি রাজ্যের সংস্কৃতি, বস্ত্রশিল্প, কারুকলা, পর্যটনের সুযোগ এবং নিজস্ব পণ্যের সম্ভার তুলে ধরা হবে। আড়াইশোর বেশী শিল্পী, ৩৪ টি জি আই ট্যাগ প্রাপ্ত সামগ্রী সহ একাধিক হস্তশিল্প, হ্যান্ডলুম এবং কৃষি ও হর্টি পণ্য প্রদর্শন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব অঞ্চলের যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। এই প্রথম পালিত হচ্ছে অষ্টলক্ষ্মী মহোৎসব । এর লক্ষ্য হল উত্তর-পূর্ব ভারতের প্রাণবন্ত টেক্সটাইল সেক্টর, পর্যটনের সুযোগ, ঐতিহ্যবাহী কারুশিল্প, এবং স্বতন্ত্র ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই) প্রদর্শনের জন্য একটি মঞ্চ প্রদান।
Akb tv News
6.12.2024