নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কৈলাসহরের মনুভ্যালী গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য , শীতবস্ত্র এবং প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি এদিন বাল্য বিবাহ ও লিঙ্গ বৈষম্য দূরীকরনের উপর এক আলোচনা চক্র অনুস্টিত হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুস্টানের সূচনা করেন মন্ত্রী টিংকু রায়। অনুস্টানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস ও ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে চা বাগান শ্রমিকদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়। পাশাপাশি চা বাগান শ্রমিক পরিবারের সদস্যরা স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। অপরদিকে, প্রশাসনিক শিবিরে চা বাগান শ্রমিকদের আধার কার্ড, রেশন কার্ড ও পিআরটিসি সার্টিফিকেট প্রদান করা হয়।
AKB TV News
5.12.2024