আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে কর কমানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত ।। GST কাউন্সিল ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ    

    জীবন ও সাস্থ্য বিমার প্রিমিয়ামে কর কমানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল GST কাউন্সিল। শনিবার দিল্লিতে কাউন্সিলের ৫৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে কর কমানোর প্রস্তাব রেখেছিল কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। কিন্তু আপাতত সেই প্রস্তাবে সায় মেলেনি। এই মর্মে মন্ত্রিগোষ্ঠীকে আরও কিছু খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এদিন GST কাউন্সিলের বৈঠকের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। GST নির্ধারণ করার আগে আরও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। গ্রুপ পলিসি, ব্যক্তিগত পলিসি, প্রবীণদের পলিসিগুলির উপর GST-র পরিমাণ ধার্য করার সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ইনসিওরেন্স সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর নেতৃত্বে থাকা বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।




    AKB TV News

    21.12.2024 


    3/related/default