আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভোটের বাজারে ভোট ধরার জন্য আম্বেদকরের গলায় মালা দেওয়া, আম্বেদকরের স্তুতি পাঠ করা, সবই কৃত্রিম ছবি ।। বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ   

    যে কোন ব্যক্তি যেই পদেই অধিষ্ঠিত হোক না কেন, তাঁর মনে যদি কোন ভালো চিন্তা  থাকে। একই সাথে যদি খারাপ ভাবনা থাকে, তাহলে সেই ভাবনা চেতন বা অবচেতন যেকোন ভাবেই প্রকাশ পাবে। বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকর প্রসঙ্গে সংসদে শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার একথা বলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ভারতের সংবিধান ও তেরঙ্গা জাতীয় পতাকা যখন গৃহীত হয় তখন আরএসএস এর তীব্র বিরোধিতা করেছিল। আরএসএস বলেছিল তারা এই পতাকা মানে না, দেশের সংবিধানকে মানে না। ভারতের সংবিধান হবে মনো সংস্কৃতিকে অনুসরণ করে, তাই এই  সংবিধান বদলানোর কথা বলেছিল তাঁরা। সেই আরএসএস এর নেতা ছিলেন দেশের  বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ভোটের বাজারে ভোট ধরার জন্য আম্বেদকরের গলায় মালা দেয়, আম্বেদকরের স্তুতি পাঠ করা, সবই কৃত্রিম ছবি। এগুলো কেন্দ্রীয় সরকারের লোক দেখানো কাজ বলে তিনি উল্লেখ করেন। 





    AKB TV News

    21.12.2024


    3/related/default