আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চাকরিতে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে পরিবার নিয়ে গণ ধর্ণায় বনমিত্র কর্মীরা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:   

    চাকরিতে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সরব হলেন বনমিত্র কর্মীরা। সেই মোতাবেক  সোমবার ভোর থেকে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে গণ ধর্ণায় বসেন কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়  বিশালগড় থানার পুলিশ। এদিন ধর্ণায় বসা এক বনমিত্র কর্মী জানান, ভোর চারটা থেকে আমরা গণ ধর্নায় বসেছি। আমরা সরকারের কাছে বার বারই দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার আমাদের দাবি পূরণ করছে না। তাই যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের ন্যায্য দাবি লিখিত ভাবে ঘোষণা করবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে হুশিয়ারি দেন বনমিত্র কর্মীরা। এখন দেখার এদের ব্যাপারে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। 



    Akb tv News 

    2.12.2024 

     
    3/related/default