আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রীর 'বেটি বাঁচাও বেটি পড়াও ' তা আজ সার্থক হয়েছেঃমুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:   

    সোমবার খয়েরপুরস্থিত পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাই-সাইকেল বিতরণ করা হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মাণিক সাহা ও স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের প্রথমে সমবেত সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রীরা।এরপর নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, পড়াশোনার দিক দিয়ে শতাংশের ক্ষেত্রে মেয়েরা এখন অনেক এগিয়ে রয়েছে। সেদিক দিয়ে প্রধানমন্ত্রীর যে বেটি বাঁচাও বেটি পড়াও তা আজ সার্থক হয়েছে। আমাদের সরকার এখানে আসার পর সরকারি এবং সরকারি সাহাজ্যপ্রাপ্ত যে বিদ্যালয় গুলো আছে সেই বিদ্যালয় গুলোর নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হচ্ছে। কয়েক বছর ধরেই এই কর্মসূচি চলছে বলে তিনি জানান। 



    Akb tv News 

    2.12.2024 

     
    3/related/default