নিজস্ব প্রতিনিধিঃ
দেশের উত্তর- পূর্বাঞ্চল রাজ্য মণিপুরে রক্তক্ষয়ী হিংসার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চাইলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মঙ্গলবার ইম্ফলে এক সাংবাদিক সম্মেলনে সর্বসাধারণের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা—“ক্ষমা করুন এবং অতীত ভুলে যান”, মণিপুরে শান্তি ফিরবে।এদিন মুখ্যমন্ত্রী বলেন, “গোটা বছর দুর্ভাগ্যজনক কেটেছে আমাদের। গত বছরের তেসরা মে থেকে যা ঘটে চলেছে রাজ্যে তার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি আমি। অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন। অনেকে আবার ঘরছাড়াও হয়েছেন। তা নিয়ে আমি অনুতপ্ত। ক্ষমা চাইছি। কিন্তু গত তিন-চার মাসের শান্তি পরিস্থিতি দেখে আমার আশা যে ২০২৫-এর মধ্যে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে।” এইসঙ্গে রাজ্যের ৩৫টি উপজাতি গোষ্ঠীকে মিলেমিশে থাকার বার্তা দেন তিনি।
AKB TV News
31.12.2024