আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিদায়ী বর্ষের শেষদিন দেশবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ২০২৪ সালের বিদায়ী লগ্নে দাড়িয়ে দেশবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এগিয়ে যেতে আগ্রহী একটি আত্মবিশ্বাসী ভারতের মেজাজ প্রতিফলিত করে প্রধানমন্ত্রী মঙ্গলবার X-এ একটি পোস্টে ২০২৪ সালে অর্জিত   উল্লেখযোগ্য অগ্রগতি এবং পরিবর্তনের কথা বর্ণনা করেছেন। এটিকে একটি "কাব্যিক উদযাপন" বলে অভিহিত করেছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন, “মেরা ভারত বাধ রাহা।"মহাকাশ থেকে মাটি, রেলপথ থেকে রানওয়ে, সংস্কৃতি থেকে উদ্ভাবন, India In 2024 উল্লেখযোগ্য অগ্রগতি এবং রূপান্তরের একটি বছর চিহ্নিত করেছে' বলে হৃদয়গ্রাহী বার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।  





    AKB TV News

    31.12.2024


    3/related/default