আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘দেশের ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তৎপর কেন্দ্র' ।। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তৎপর কেন্দ্র সরকার। সেই মোতাবেক বুধবার সাংবাদিক বৈঠক থেকে ভাষা মর্যাদার প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন কয়লা ও খনিমন্ত্রী জি কিষান রেড্ডি জানান, ‘দেশের ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তৎপর কেন্দ্র।’ রাজনীতি-ইতিহাস-সমাজ নীতির অন্যতম অঙ্গ হল ভাষা। স্বাধীনতারও আরেক রূপ হল এই ভাষা। ভাষার জন্য স্বাধীনতার লড়াই  লড়েছিল আমাদের প্রতিবেশি দেশ। ভাষার ভিত্তিতে স্বাধীনতার পর ভাগ হয়েছিল ভারতের একাধিক রাজ্য। ভাষা রাজনীতিতেই আজও ভুরিভুরি ভোট পড়ে নেতাদের পকেটে। সেই ভাষার গুরুত্ব বুঝেই তার মর্যাদা বজায় রাখা প্রতিজ্ঞা নিল কেন্দ্র সরকার। সম্প্রতি একাধিক ভাষাকে ধ্রপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যে তালিকায় নাম রয়েছে বাংলারও।




    AKB TV News

    19.12.2024  


    3/related/default