Type Here to Get Search Results !

কৃষকদের অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করার লক্ষ্যে বছরে দু’বার ধান ক্রয় করার প্রক্রিয়া চলছে ।। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ 

বৃহস্পতিবার জিরানিয়া সরকারি খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী  রতন লাল নাথ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে খাদ্য দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের কৃষকদের অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করার লক্ষ্যে ২০১৮ সালে আমরা ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে সরকারিভাবে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহন করলাম। আজ ২০২৪ সালের শেষ লগ্নে আমরা দাড়িয়ে আছি।২০১৮ সাল থেকে বছরে দু’বার করে ধান ক্রয় করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।এদিন অনুষ্ঠানে উপস্থিত কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, আগে আমাদের চাল আসত বিদেশ থেকে। কি চাল খেতেন প্লাস্টিক চাল।থালায় পড়লে একটা লাফ দিত।এর এখন আজ কি চাল খাচ্ছেন আমাদের রেশন শপের চাল।আজ যেই ধান দিচ্ছেন তাও রেশন শপে যাবে। এটাই ব্যতিক্রম বলে তিনি জানান।এদিন কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান অনুষ্ঠানে উপস্থিত দুই মন্ত্রী শ্রমিকদের মাথায় তুলে দিয়ে সেই ধান গন্তব্যস্হলের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। নিজেদের ধান সরকারি ভাবে বিক্রি করতে পেরে কৃষকরাও খুশি।



AKB TV News

19.12.2024  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.