Type Here to Get Search Results !

শীঘ্রই পরীক্ষার নোটিফিকেশন প্রকাশের দাবি বেকার যুবক- যুবতীদের ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ  

টেট, এসটিজিটি ও এসটিপিজিটি নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবিতে শিক্ষা ভবনের সামনে সোমবার বিক্ষোভ প্রদর্শন করে বেকার যুবক যুবতীরা। এদিন তারা  টিআরবিটি’ র চেয়ারম্যানের নিকট ডেপুটেশনও প্রদান করে।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীরা বলেন, ২০২২ সালে টেট, এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। ২ বছর অতিক্রান্ত হওয়ার পর নতুন ভাবে কোন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। এই বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী ও টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন সঠিক জবাব মিলছে না। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ও এডিসি প্রশাসনের নিকট নিয়োগ সম্পর্কে জানতে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোন সদুত্তর পাওয়া যায় নি। তাই আবারও আজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সিটি সেন্টারের সামনে প্লে -কার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এদিন টিআরবিটি’ র চেয়ারম্যান ড. প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করে বেকার যুবক- যুবতীদের তরফ থেকে এক প্রতিনিধি দল। তাদের দাবি এই মাসেই যেন পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ হরা হয়। 



AKB TV News

9.12.2024  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.