নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১৫ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সমবায় ব্যাঙ্কের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেই সংবেদনশীল বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, পশ্চিম বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী নতুন কিছু নয়। বিধানসভা, লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। জানা গেছে, ১৫ই ডিসেম্বর নির্বাচনের দিন পরীক্ষা থাকার কারণে পাঁচটি ভোট গ্রহণ কেন্দ্র পরিবর্তন করতে হয়েছে। যে এলাকায় নতুন ভোট গ্রহণ তৈরি কেন্দ্র করা হচ্ছে, সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর প্রেক্ষিতে পাঁচটি ভোট গ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। একই সঙ্গে নতুন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং কো-অপারেটিভ ইলেকশন কমিশনকে পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
AKB TV News
9.12.2024