নিজস্ব প্রতিনিধি:
জনশিক্ষা সংস্থান ধলাই জেলার উদ্যোগে রবিবার আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় শংসাপত্র বিতরণী অনুষ্ঠান। জনশিক্ষা সংস্থান ধলাই এর ব্যবস্থাপনায় ইতিপূর্বে যে সমস্ত কারু শিল্পীরা পিএম বিশ্বকর্মা যোজনায় প্রশিক্ষণ নিয়েছেন মূলত তাদেরকেই এই অনুষ্ঠানে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস, ভ্যাটের ডাইরেক্টর সুজিৎ ঘোষ ও জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জনশিক্ষা সংস্থান ধলাই জেলার সচিব জানান, পিএম বিশ্বকর্মা যোজনা শুরু থেকে এই এলাকার টেইলারিং বিষয়ের উপর প্রায় ২১২ জন আগ্রহী প্রার্থীদের প্রশিক্ষণ প্রদান করে জনশিক্ষা সংস্থান ধলাই। আগামীতেও এধরনের কর্মসূচি বাস্তবায়নে জনশিক্ষা সংস্থান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Akb tv News
2.12.2024