আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিস্ফোরণ ঘটিয়ে তাজমহল ওড়ানোর হুমকি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এবার বিস্ফোরণ ঘটিয়ে তাজমহল ওড়ানোর হুমকি এল। দেশের আইকনিক এই সৌধকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ওড়ানোর হুমকি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। মঙ্গলবার উত্তর প্রদেশের পর্যটন দপ্তরে ই-মেইল মারফত এই হুমকি পাঠানো হয়। এরপর থেকেই তাজমহলকে এক প্রকার নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে। এব্যাপারে উত্তর প্রদেশের এক পুলিশ আধিকারিক বলেন,  ‘পর্যটন দপ্তরে একটি হুমকি ই-মেইল আসে। যেখানে বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আগ্রা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এনিয়ে তাজগঞ্জ পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে।’



     AKB TV News

    3.12.2024 

    3/related/default