নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে তিনি বয়স্ক জনিত রোগে ভুগছিলেন। অবশেষে বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন দিল্লির এইমসে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর মৃত্যুর পর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিশিষ্টজনেরা।এক্স হ্যান্ডেলে মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা জানাতে গিয়ে তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘দেশ একজন বড় নেতাকে হারাল। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং'জির সঙ্গে নিয়মিত কথা হত। প্রশাসনিক নানা কথাবার্তা হত। এদিকে, ’মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তাঁর হাত ধরে অর্থনীতির উদারীকরণ দেখেছে দেশ। ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অপরদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন ’‘দেশের অন্যতম সেরা সন্তানকে হারালাম। দেশকে যে নিঃস্বার্থ পরিষেবা দিয়েছেন, তার মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন।’
AKB TV News
27.12.2024