নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। অবশেষে সব চিকিৎসা ব্যর্থ করে দিয়ে ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ২৬শে ডিসেম্বর থেকে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালিত হবে গোটা দেশে। সমস্ত জায়গায় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। এর পাশাপাশি অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গে শুক্রবার বাতিল করা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠানও। শনিবার শেষকৃত্য সম্পন্ন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। শুক্রবার সকালে মনমোহন সিংয়ের বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফুলের তোড়া দিয়ে তার পূর্বসূরিকে শেষ শ্রদ্ধা জানান তিনি। এদিন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ আরও অনেকে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ বারের মত শ্রদ্ধা জানাতে মনমোহন সিংয়ের বাসভবনে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। নিজ বাসভবনে জাতীয় পতাকায় মুড়ে শায়িত রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ। এদিন শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের প্রয়ানে গোটা দেশ শোকাহত। তাঁর এই ভাবে চলে যাওয়া একটি রাস্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন সৎ লোকের পাশাপাশি একজন ভাল বিশেষজ্ঞ অর্থনৈতিকবিদও ছিলেন। যার কারনে গোটা দেশ তাঁকে মনে রাখবে বলে জানান প্রধানমন্ত্রী।সম্ভবত শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকে ডুবে গোটা বিশ্ব। আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, মালদ্বীপের মত একাধিক দেশের প্রাক্তন মন্ত্রীরা শোকবার্তা পাঠিয়েছেন।
AKB TV News
27.12.2024