আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুর নিগমের শারদ সম্মান নিয়ে কাউন্সিলরদের সঙ্গে মেয়রের গুরুত্বপূর্ণ বৈঠক ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    আগরতলা পুর নিগমের উদ্যোগে আসন্ন শারদ সম্মানকে সামনে রেখে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় নিগমের কনফারেন্স হলে। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কর্পোরেটরা। বৈঠকে মেয়র জানান, প্রতি বছরই পুর নিগম সব কয়টি ওয়ার্ডের মধ্যে যারা ভাল ভাল পুজো করেন বিভিন্ন বিষয়ের উপর। তাদেরকে আমরা শারদ সম্মান প্রদান করে থাকি। তাই এমাসেই আমরা ৩০শে ডিসেম্বরের আগে শারদ সম্মাননা প্রদানের জন্য দিন ধার্য করব বলে তিনি জানান। দিন চূড়ান্ত করে তা জানিয়ে দেওয়া হবে বলে মেয়র আরও জানান। 




    AKB TV News

    10.12.2024  


    3/related/default