নিজস্ব প্রতিনিধিঃ
১১ই ডিসেম্বর বুধবার গীতার ‘উদ্ভব দিবস।
এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি
এক্সবার্তায় লিখেছেন, “সমস্ত দেশবাসীকে গীতা জয়ন্তীর শুভেচ্ছা। ভারতীয় সংস্কৃতি,
আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যকে নিয়ন্ত্রণ করে গীতা। এমন ঐশ্বরিক গ্রন্থের উদ্ভব দিবস হিসাবে
পালিত এই পবিত্র উৎসবটি সকলকে কর্মযোগের পথ দেখাক বলে তিনি উল্লেখ করেন। জয় শ্রী কৃষ্ণ।
”
AKB TV News
11.12.2024