আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মানব পাচারকারী ও বিভিন্ন অপরাধ জনিত মামলায় অভিযুক্ত সমর দ্বীপ বর্ধন ওরফে সাগর পুলিশের জালে ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    কুখ্যাত মানব পাচারকারী ও বিভিন্ন অপরাধ জনিত মামলায় অভিযুক্ত দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকার সমর দ্বীপ বর্ধন ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে মধুপুর থানার পুলিশ তাকে গ্রেফতারের জন্য জাল পেতে রেখেছিল। শেষ পর্যন্ত সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার তিন অফিসার বিভিন্ন জায়গায় উৎপেতে বসে থাকে এবং জাল বিস্তার করে পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে মঙ্গলবার দুপুরবেলা অভিযুক্ত সমর দ্বীপ বর্ধন উরফে সাগরকে বিশালগড় মহকুমা আদালতে সুপর্ণ করে। এদিকে পুলিশ জানান মানব পাচারকারী সহ বিভিন্ন অপরাধজনিত মামলা তার বিরুদ্ধে রয়েছে। পুলিশ অনেক পূর্ব থেকেই তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে জাল পেতে রেখেছিল। অভিযুক্ত সমর দ্বীপ বর্ধন এলাকার মধ্যে দীর্ঘদিন যাবত একটি গ্যাংয়ের সাথে জড়িত হয়ে অপরাধ জনিত কাজ চালিয়ে আসছে। শুধু তাই নয় সাধারণ মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে অস্ত্র দেখিয়ে লুটপাট,ছিনতাই সহ অপরাধ জনিত কাজ চালিয়ে আসছে। অবশেষে গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। 




    AKB TV News

    24.12.2024





    3/related/default