নিজস্ব প্রতিনিধিঃ
২৫শে ডিসেম্বর বুধবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন । এবছর বাজপেয়ীর শততম জন্মদিন। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন থেকেই শুরু হল তাঁর শতবর্ষ উদযাপন। আর এদিনই তাঁকে নিয়ে অনলাইনে এক স্মৃতিকথা লিখলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী দাবি করলেন, দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে একবিংশ শতাব্দীতে ভারতের রূপান্তরের স্থপতি বাজপেয়ীর প্রতি। নরেন্দ্র মোদিকে লিখতে দেখা গিয়েছে, ‘আমাদের দেশ অটলজির প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তিনি ছিলেন একবিংশ শতাব্দীর ভারতের রূপান্তরের স্থপতি। ১৯৯৮ সালে যখন তিনি শপথ নেন, দেশ এক রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। ৯ বছরের মধ্যে আমরা ৪টি লোকসভা নির্বাচনের সাক্ষী হয়েছিলাম। দেশের মানুষ অধৈর্য হয়ে পড়ছিল এবং সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দিহানও হয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে অটলজিই সক্ষম হয়েছিলেন স্থায়ী ও কার্যকরী প্রশাসন দিতে।’
AKB TV News
25.12.2024