আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাত দফা দাবিতে কদমতলা থানা এলাকার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের আন্দোলন অব্যাহত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার স্কুলে আন্দোলন শুরু করল ছাত্র ছাত্রীরা। ঘটনা কদমতলা থানা এলাকার বিষ্ণুপুর হাই স্কুলে। মঙ্গলবার ছিল অন্দোলনের দ্বিতীয় দিন।কদমতলা থানা এলাকার বিষ্ণুপুর হাই স্কুলের প্রাতঃ বিভাগে শিক্ষক শিক্ষিকা রয়েছেন   তিনজন এবং দুপুরের বিভাগে রয়েছেন ছয়জন। দিন কয়েক আগে ওই স্কুলের অর্পিতা নাথ নামে এক শিক্ষিকাকে অন্যত্র বদলী করা হয়। যার ফলে এই আন্দোলনের সূত্রপাত  ঘটে। এব্যাপারে ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে। এই দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল শিক্ষিকা অর্পিতা নাথকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে  হবে, স্কুলের বাউন্ডারির ব্যবস্থা করতে হবে ও স্কুলের জন্য গেট নির্মাণ করা ইত্যাদি। এই দাবি গুলি নিয়ে তাদের আন্দোলন শুরু হয়েছে সোমবার থেকে। এই আন্দোলনের খবর পেয়ে মঙ্গলবার স্কুলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। তবে শিক্ষা দপ্তর থেকে কোন আধিকারিক সেখানে যাননি। ছাত্র-ছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে। স্কুলের এক ছাত্র জানায়, আমাদের স্কুলের শিক্ষিকা অর্পিতা নাথকে পুনরায় স্কুলে আনতে হবে। তাছাড়া স্কুলে বাউন্ডারির দরকার। এর পাশাপাশি একটি গেইটেরও দরকার বলে সে জানায়। ২৩শে ডিসেম্বর থেকে সাত দফা দাবি নিয়ে ছাত্র- ছাত্রীদের আন্দোলন শুরু হয়। মঙ্গলবার আন্দোলন দ্বিতীয় দিনে পা রাখলেও তাদের কথা শুনার জন্য দফতর থেকে এখনো পর্যন্ত কেউ সেখানে আসেননি বলে জানা গেছে। তাদের আন্দোলন জারি রয়েছে। 




    AKB TV News

    24.12.2024


    3/related/default