আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উন্নত সমাজ গঠনে সংবাদ মাধ্যমের ভুমিকা ও রাজ্যের ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব অনেক ।। সাংসদ রাজীব ভট্টাচার্য ।। AKB TV News

    আরশি কথা




    নিজস্ব প্রতিনিধিঃ    

    ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির ৫ম রাজ্য সম্মেলন  অনুষ্ঠিত হয় রবিবার আগরতলা প্রেস ক্লাবে ।  উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক  দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক শানিত দেবরায় ও প্রণব সরকার  প্রমুখ।  সাংসদ রাজীব ভট্টাচার্য  তাঁর বক্তব্যে উন্নত সমাজ গঠনে সংবাদ মাধ্যমের ভুমিকা এবং রাজ্যের ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি এদিন প্রত্যেককে নিজের পেশা গত দায়িত্বের পাশাপাশি উন্নত সমাজ গঠনে দায়বদ্ধ হয়ে একত্রিত ভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এদিন সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদারও। তিনিও  উন্নত সমাজ গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা তুলে ধরে সরকারের উন্নয়ন মূলক কাজের দিক তুলে ধরার প্রতি যেমন গুরুত্ব আরোপ করেন তেমনি সরকারের বিভিন্ন কাজের গঠন মূলক সমালোচনার দিকটি উল্লেখ করে সংবাদ মাধ্যম যে সমাজের আয়না সে দিকটিও উল্লেখ করেন।  প্রসঙ্গত এ দিন এই সম্মেলনের উদ্বোধনের পর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয়। এর পরই বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্যে রাজ্যে ইলেকট্রনিক্স মিডিয়ার ইতিকথা তুলে ধরে বর্তমান কি অবস্থায় আছে তা তুলে ধরেন। এদিন সাংবাদিকদের সব সময় একত্রিত থাকার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন। সে দিকে লক্ষ রেখে সকলকে একত্রিত হয়ে সমস্যার মোকাবিলা করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি সাংবাদিকদের এবং সংবাদ কর্মীদের পাশে সব সময় ছিল রয়েছে এবং থাকবে বলে এদিন ফের বক্তারা তাদের বক্তব্যে তা তুলে ধরেন।



    AKB TV News

    8.12.2024  



    3/related/default