আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের একটি পরিত্যক্ত ঘর থেকে সুইপারের মৃতদেহ উদ্ধার ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ    

    রবিবার দুপুরে উদয়পুর এিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের একটি পরিত্যক্ত ঘর থেকে রতন দেবনাথ নামে হাসপাতালেরই এক সুইপারের মৃতদেহ উদ্ধার করা হয়। উদয়পুর মহকুমা হাসপাতালে দীর্ঘ বছর ধরে তিনি সুইপারের কাজ করতেন বলে জানা গেছে। এদিন দুপুরে মৃত ব্যক্তির ছোট ছেলে বাবার জন্য খাবার দিতে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ। এরপর সেখান থেকে হাসপাতালে এবং উদয়পুর সুপার মার্কেটে এসে বাবাকে দেখতে না পেয়ে পুনরায় হাসপাতালে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার বাবা রতন দেবনাথ ঘরের এক কোনায় পড়ে রয়েছেন। পরবর্তী সময়ে বাবাকে ডাক দিলে তিনি উওর না দেওয়ায় সন্দেহ হয় ছেলের। সঙ্গে সঙ্গে মহকুমা হাসপাতালে অন্যান্য কর্মীদের ঘটনাটি জানালে কর্মীরা এসে দেখতে পান রতন দেবনাথের মুখে রক্তের চিহ্ন রয়েছে। সঙ্গে সঙ্গে রাধা কিশোর পুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। সবসময় তিনি মদ্যপান করত বলে জানা গেছে। পুলিশ একটি স্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।



    AKB TV News

    8.12.2024  


    3/related/default