আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, সিলিন্ডার পিছু ১৫ টাকা বৃদ্ধি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:   

    বছরের একেবারে শেষ মাসের প্রথম দিনই ফের বাড়ল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ডিসেম্বরের প্রথম দিনই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ১৫ টাকা। অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের জন্য এখন খরচ হবে ১,৯২৭ টাকা। যদিও ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একই রাখা হয়েছে। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও গত আগস্ট মাস থেকে লাগাতার বেড়ে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। ডিসেম্বরেও সেই ধারা অব্যাহত রইল। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫.৫ টাকা বেড়ে ১,৯২৭ টাকা হয়েছে। চেন্নাইতে এই দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১,৯৮০.৫ টাকা। দিল্লি এবং মুম্বইতে এই দাম বেড়েছে ১৬.৫ টাকা করে, এখানে বাণিজ্যিক গ্যাসের দাম যথাক্রমে ১,৮১৮.৫ টাকা এবং ১,৭৭১ টাকা হয়েছে। রবিবার মধ্যরাত থেকেই নয়া দামে সিলিন্ডার কিনতে হবে ব্যবসায়ীদের। প্রসঙ্গত, শেষবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে ছাড় মিলেছিল গত জুলাই মাসে। এরপর একে একে করে বেড়ে চলেছে বাণিজ্যিক গ্যাসের  দাম।  


     

    Akb tv News 

    1.12.2024 

    3/related/default