নিজস্ব প্রতিনিধি:
রবিবার রাজধানীর রামনগরস্থিত আলোক সংঘের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পুর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, আলোক সংঘের সভাপতি আশীষ পাল ও মার্কফ্রেডের চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ অন্যানরা। প্রদীপ প্রজ্জলন করে শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, রক্তদান মহৎ দান। এর থেকে আর বড় দান কিছু হতে পারে না। ভগবান মানুষের শরীরে এমন কিছু জিনিস দিয়ে দিয়েছে যে, যেগুলি মানুষ মানুষেরই কাজে লাগে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
Akb tv News
1.12.2024