ত্রিপুরাতে শুধু উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে, তাতে আত্ম তুষ্ঠিতে ভুগলে চলবে না, আমাদের আরও অনেক কাজ আছে।। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ 

সোমবার রাজধানীর স্মৃতি ক্লাব সংলগ্ন ২০ নং ওয়ার্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে গরিব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন আয়োজিত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও ওয়ার্ড কাউন্সিলার রত্না দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে তিনি তার ভাষণে বলেন, সব দিক দিয়ে ত্রিপুরাতেও বর্তমানে শুধু উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে। কিন্তু তাতে আত্ম তুষ্ঠিতে ভুগলে চলবে না। আমাদের আরও অনেক কাজ আছে। সেই গুলি করতে হবে। আরও অনেক কিছু আমাদের করার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।এদিন অনুষ্ঠানে গরিব দুঃস্থদের হাতে শীত কম্বল তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হাত থেকে কম্বল পেয়ে খুশি দুঃস্হরা। অনুষ্ঠানে জন সমাগম ছিল চোখে পড়ার মত। 




AKB TV News

30.12.2024


3/related/default