নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাজিলের পর এবার ভয়াবহ বিমান
দুর্ঘটনা ঘটল কাজাখস্তানে। বুধবার আক্তৌ বিমান বন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনাটি
ঘটে। এই বিমানে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে বহু
মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে, খবর
পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। প্রাথমিক ভাবে
জানা গেছে, আজারবাইজান এয়ার লাইন্সের এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে
আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে মাঝপথে বিমানটিতে কিছু
যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। অনুমতি মেলার পর
আক্তৌ বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি দ্রুত গতিতে আছড়ে পড়ে
রানওয়েতে, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানটিতে।
AKB TV News
25.12.2024