নিজস্ব প্রতিনিধিঃ
বহু প্রচেষ্টার পর অবশেষে বাংলাদেশের রাজধানী ঢাকায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এল। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। জানা গেছে, বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। ঘটনার সময় সচিবালয়ে অবস্থিত দমকলের ইঞ্জিন গুলি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় ৬ ঘণ্টা পর দমকলের ১৯টি ইঞ্জিনের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। সচিবালয়ে আগুনের ঘটনাটি নাশকতা না অন্যকিছু তা তদন্তের পরই বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
AKB TV News
26.12.2024