আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিভিন্ন দাবিতে পাঞ্জাবে ১২ ঘণ্টার বন্‌ধ কৃষকদের,বাতিল করা হয় ১৬৩টি ট্রেন ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সোমবার পাঞ্জাবে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেন কৃষকরা। সেই বন্‌ধের জেরে এদিন কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা পাঞ্জাব। ২০০টি'র বেশি গুরুত্বপূর্ণ সড়কপথ অবরুদ্ধ হয়। বাতিল করা হয় ১৬৩টি ট্রেন। প্রসঙ্গত, কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের আমরণ অনশনের মাঝেই কৃষকরা এই কর্মসূচি সংগঠিত করেন।  ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে আইনি নিশ্চয়তা সহ ১৩ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে। সোমবার ওই কৃষক নেতার অনশন ৩৪ দিনে পড়েছে। জগজিৎ সিং দাল্লেওয়ালের পাশে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের উপর চাপ বাড়তে সোমবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছিলেন কৃষকরা। এদিন সকাল  ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বন্‌ধে ব্যাপক প্রভাব পড়ে গোটা পাঞ্জাবে। এদিন সকালেই জলন্ধর-দিল্লি জাতীয় সড়ক ও অমৃতসর-দিল্লি জাতীয় সড়ক অবরোধ করা হয়। রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এদিন পাঞ্জাবের ২০০টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গেছে, এদিন মোহালি বিমান বন্দরে যাওয়ার রাস্তাও বন্ধ করা হয়। কৃষক আন্দোলনের জেরে বাতিল করা হয়েছে ১৬৩টি ট্রেন। কিছু ট্রেনের গন্তব্য কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে, আমরণ অনশনরত কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তিনি চিকিৎসা পরিসেবা নিতে রাজি নন বলে জানা গেছে। 





     AKB TV News

    30.12.2024

    3/related/default