Type Here to Get Search Results !

চড়িলাম ব্লকের ট্রেডা প্রকল্পে সোলার মেশিন লাগানো জমি গুলো পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ  

শনিবার দু'দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশি। রবিবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন। এদিন সকালে তিনি চড়িলাম ব্লকের ট্রেডা প্রকল্পে যে সোলার মেশিন লাগানো হয়েছে সে জমিতে কি কি ফলন হচ্ছে সবকিছু খতিয়ে দেখেন। পাশাপাশি চড়িলাম ব্লকের পিএম কুসুম প্রকল্পে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন আমতলী ভিলেজের বরকো বাড়ি গ্রামের বাসিন্দা সমরেশ দেববর্মার ফুলের বাগানও ঘুরে দেখেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিপাহীজলার জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু লাথর সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। কেন্দ্র এবং রাজ্য সরকার প্রদত্ত জনগণের উন্নয়ন মূলক কর্মসূচি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণ উপভোগ করছেন এবং নিজে আত্মনির্ভর হয়ে উঠছেন তা দেখে খুশি কেন্দ্রীয় মন্ত্রী। এদিন কৃষক থেকে শুরু করে বেনিফিসারিদের পরিবারদের সাথে কথা বলেন মন্ত্রী প্রহ্লাদ যোশি।





 AKB TV News

29.12.2024




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.