আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দিব্যাঙ্গরা সমাজের জন্য বোঝা নয় ।। রাজ্য ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগাম ঘোষণা অনুসারে বুধবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে সূচনা হল রাজ্য ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এর আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় ও আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আরও অনেকে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, প্যারা গেমসে যারা অংশ গ্রহন করেছে, তাদের ফারফরমেন্স দেখে আমাদের কোন ভাবেই মনে হয় না যে তারা একটা স্বাভাবিক মানুষ থেকে কোন অংশে কম। আগে আমরা অনেক সময় ভাবতাম যারা দিব্যাঙ্গ, এই সমাজের জন্য তারা একটা বোঝা। সেটা কিন্তু ভাববার অবকাশ নেই বলে তিনি জানান।





     AKB TV News

    18.12.2024   


    3/related/default