নিজস্ব প্রতিনিধিঃ
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনে জয়ের লক্ষ্যে এবার প্রবীণ নাগরিকদের জন্য বড়সড় প্রতিশ্রুতি দিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ক্ষমতায় ফিরলেই দিল্লির হাসপাতালগুলিতে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। বুধবার ঘোষণা করলেন তিনি। সঞ্জীবনী যোজনা প্রকল্পে ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হবে। প্রবীণদের জন্য প্রকল্প ঘোষণা করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের দেখভাল করা আমাদের কর্তব্য। আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করেছেন।” একদিকে খয়রাতির রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক দেশে, অন্যদিকে নির্বাচনে জয় পেতে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই খয়রাতি। প্রসঙ্গত, ইতিমধ্যে পশ্চিম বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করেছে আম আদমি পার্টি।
AKB TV News
18.12.2024