Type Here to Get Search Results !

৫ টাকার কয়েন তৈরি করতে চাইছে না রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ 

বর্তমানে বাজারে নানা ধরনের ৫ টাকার মুদ্রার প্রচলন রয়েছে। পুরনো মোটা ধাতুর তৈরি ভারী মুদ্রা ও পাতলা ৫ টাকার মুদ্রা। তবে এবার পুরনো ৫ টাকার মুদ্রাই বাতিল হতে পারে বলে খবর সূত্রে। এমনকি মোটা ধাতুর ৫ টাকার কয়েন নতুন করে বিলি করাও বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছে আর বি আই ? রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর মিলেছে মোটা ধাতুর ৫ টাকার কয়েনের চোরা  চালান বেড়ে গিয়েছে। এই ধাতুর মান ভাল। তাই এগুলিকে গলিয়ে তৈরি করা হচ্ছে ব্লেড। এরফলে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। মোটা ধাতুর একটি ৫ টাকা গলালে সেই ধাতু থেকে ৫-৬টি ব্লেড বানানো যায়। যা ২ টাকা প্রতি পিস বিক্রি করলেও ১০-১২ টাকা উপার্জন করা যায়। তবে দেশের অর্থনীতির জন্য এই প্রবণতা অত্যন্ত ক্ষতিকারক। তাই মোটা ধাতু দিয়ে আর ৫ টাকার কয়েন তৈরি করতে চাইছে না রিজার্ভ ব্যাঙ্ক। এদিকে,  বাংলাদেশে বহুল পরিমাণে পাচার হচ্ছে এই ৫ টাকার কয়েন। ফলে দেশের মধ্যে মুদ্রা সঙ্কট দেখা যাচ্ছে। তাই এই ৫ টাকার এই বিশেষ কয়েন বাতিল করতে আগ্রহী আর বি আই। 




AKB TV News

17.12.2024  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.