মণিপুর রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ।। AKB TV News

আরশি কথা


 

 নিজস্ব প্রতিনিধিঃ  

নতুন রাজ্যপাল পেল উত্তর-পুর্বাঞ্চল রাজ্য মণিপুর। হিংসা উপদ্রুত উত্তর-পূর্বের এই রাজ্যটির সাংবিধানিক প্রধানের পদে বসছেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকে দীর্ঘদিন সচিব হিসাবে কাজ করেছেন ভাল্লা। আশান্ত মণিপুরকে শান্ত করতে তাঁর উপরই ভরসা রাখছে কেন্দ্র। মঙ্গলবার মোট পাঁচ রাজ্য নতুন রাজ্যপাল পেয়েছে। মণিপুরে যেমন অজয় ভাল্লা রাজ্যপাল হয়ে যাচ্ছেন, তেমনই মিজোরামে যাচ্ছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিং। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পাঠানো হল বিহারে। কেরলে রাজ্যপাল সংঘাত বেশ কিছুদিন ধরেই শিরোনামে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর আগে বহুবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবার কেরলের রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। এদিকে, ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে ফিরছেন। তাঁর জায়গায় ওড়িশার রাজভবনে যাচ্ছেন ডঃ হরি বাবু কম্ভাম্পটি।




AKB TV News

25.12.2024


3/related/default