নিজস্ব প্রতিনিধিঃ
অবিশ্বাস্যকর হলেও সত্য। এক ভারতীয় নার্সকে মৃত্যুদণ্ড দিলেন ইয়েমেনের রাষ্ট্রপতি আল-আলিমি। ২০১৭ সাল থেকে ইয়েমেনের হেফাজতে ছিলেন এই নার্স। এবার তাকেই একটি হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজায় অনুমোদন দেন সেদেশের রাষ্ট্রপতি। প্রসঙ্গত, ২০১৭ সালে এক ইয়েমেনের বাসিন্দা তালাল আব্দো মেহেদির হত্যাকাণ্ডের ঘটনায় সেই দেশে কর্মরত নিমিশা প্রিয়া নামে কেরলের এক নার্সকে গ্রেফতার করা হয়। এক্ষেত্রে এক বছরেই শেষ হয় বিচার প্রক্রিয়া। ট্রায়াল কোর্টে মৃত্যুদণ্ডের সাজা পান অভিযুক্ত। মেয়ের মৃত্যুদণ্ডের কথা কানে আসতেই ভেঙ্গে পড়ে তার পরিবার।
AKB TV News
31.12.2024