Type Here to Get Search Results !

'এক দেশ এক ভোট' ভিত্তিহীন।। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ    

'এক দেশ এক ভোট' ভিত্তিহীন বলে জোড়ালো আওয়াজ তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএমের  উত্তর জেলার চতুর্থ জেলা সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। এদিন তিনি শাসক দলের সমালোচনায় মুখর হন এবং বিভিন্ন ইস্যুতে শাসক দল বি জে পি ‘র সমালোচনা করেন। এদিন তিনি নাম না করে শাসক দলকে  ফ্যাসিস্ট বলে আক্রমণ করে বলেন, তাদের মুখে ভোট কিন্তু ভোটের অধিকার নেই। মুখে গণতন্ত্র, এটা শুধু শাসক দলের জন্য গণতন্ত্র। বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফ্যাসিবাদি। একটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় স্বৈর শাসন ভারতবর্ষের বুকে কায়েম করতে যাচ্ছে। এদিন তিনি গণতন্ত্রের প্রতি দিক নির্দেশনা দিয়ে অভিযোগ করেন এই দিকটি এক দেশ এক ভোটের নামে যাতে কায়েম করা না যায় সে চেষ্টা হচ্ছে।এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন। বলেন ঘরে বসে থাকলে , চুপ করে থাকলে সমাধান হবে না। দেওয়ালে  পিঠ ঠেকে গেছে। বাঁচতে হবে, অস্তিত্ব রক্ষা করতে হবে। প্রতিবাদ করতে হবে। এই সমস্যার সমাধান চাই। বামেরাই  এর বিকল্প আছে। বামদলীয় কর্মীরা শুধু ভোট  আসলেই হাজির হয় না। সাড়া বছর তারা জনগণের বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকেন। তাদের দাবি গুলি তারা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে তুলে ধরেন । শুধু সমস্যাই নয় এর কারন এবং কোন পথে  সমাধান হবে এ সম্পর্কেও বলেন। বিকল্প কি পথ হতে পারে এ সম্পর্কেও বলেন। অনুষ্ঠানে এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অঘোর দেবর্বমা ও পবিত্র কর সহ  অন্যান্য বাম নেতৃত্বরা।





AKB TV News

31.12.2024


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.