Type Here to Get Search Results !

প্রয়াত দেশের কিংবদন্তী তবলা বাদক জাকির হুসেন, শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ      

দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন দেশের কিংবদন্তী তবলা বাদক জাকির হুসেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। রবিবার রাতেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরিবারের তরফে সে সময়ে জানানো হয়, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। এরপর সোমবার ভোরে পরিবারের তরফেই তার মৃত্যুর খবর দেওয়া হয়। পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, ইডিওপ্যাথিক পুলমোনারি ফাইব্রোসিস'র সমস্যায় ভুগছিলেন তিনি। প্রসঙ্গত, রবিবার জাকির হুসেনের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়াই প্রথম জাকিরের অসুস্থতার খবর দেন। তিনি জানান যে, সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউ-তে ভর্তি জাকির। কিংবদন্তি শিল্পী জ়াকির হুসেনের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার X হ্যান্ডলে উস্তাদ জ়াকির হুসেনের স্মৃতি রোমন্থন করেন তিনি। X হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কিংবদন্তী তবলা শিল্পী উস্তাদ জ়াকির হুসেনের প্রয়াণে গভীরভাবে শোকাহত। অসাধারণ প্রতিভার অধিকারী হিসেবে তিনি স্মরণীয় থাকবেন। উনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় বিপ্লব এনেছিলেন।’ প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘বিশ্বের মঞ্চে তুলে এনেছিলেন তবলাকে, তাঁর তালে অসংখ্য শ্রোতাকে বুঁদ করেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে বিশ্বের সঙ্গীতকে মিশিয়েছিলেন তিনি। এই ভাবেই সাংস্কৃতিক ঐক্যের আইকন হয়ে উঠেছিলেন তিনি।’ প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘জ়াকির হুসেনের শিল্পকলা  এবং সৃষ্টি করা সুরের মূর্চ্ছনা প্রজন্মের পর প্রজন্ম ধরে সবাইকে আবিষ্ট করে রাখবে। ওঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সহানুভূতি রইল।


AKB TV News

16.12.2024   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.