Type Here to Get Search Results !

লোকসভায় পেশ হল বহু প্রতিক্ষীত এক দেশ, এক নির্বাচন বিল ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ

মঙ্গলবার লোকসভায় পেশ হল এক দেশ, এক নির্বাচন বিল। এদিন বিলের পক্ষে ভোট পড়ে ২৬৯টি, বিপক্ষে ১৯৮টি। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুরে সংসদে এক দেশ, এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। তিনি জানান, সরকার বিলটি আরও বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠাবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও লোকসভায় পেশ হয়ে যায় বিলটি। এক দেশ, এক নির্বাচনের পক্ষে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হচ্ছে যে, এর ফলে নির্বাচন করার বিপুল খরচে রাশ টানা যাবে। বার বার ভোটের জন্য সরকারি কাজকর্ম, এমনকি উন্নয়ন প্রকল্প থমকে যায়। একসঙ্গে নির্বাচন হলে তার অনেকটাই সমাধান হবে বলে এমনটাই অভিমত কেন্দ্রের।




AKB TV News

17.12.2024  



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.