নিজস্ব প্রতিনিধিঃ
ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। সফরে এসে বন্ধুত্বের হাত বাড়ালেন তিনি। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ভারত বিরোধী কোনও শক্তিকে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে তিনি আশ্বস্ত করেন। এই সফরে একাধিক চুক্তিও সাক্ষর হয় দুই দেশের মধ্যে। এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, “দুই দেশের দ্বি-পাক্ষিক সমঝোতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি আমাদের জমি এমন কোনও ভাবে ব্যবহার করতে দেব না যা ভারতের স্বার্থের পরিপন্থী।” জানা যাচ্ছে, এই দ্বি-পাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ একাধিক বিষয়ে দুই দেশ একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
AKB TV News
17.12.2024