নিজস্ব প্রতিনিধিঃ
উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের
প্রনামী বাক্স এক মাস ২০ দিন পর বৃহস্পতিবার
খোলা হয় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে। মায়ের মন্দিরে প্রতিদিন প্রচুর সংখ্যক
ভক্তরা আসেন। ভক্তরা তাদের মনের মনো কামনায়
যে যার মত করে প্রণামী বাক্সে দক্ষিণা দিচ্ছেন মায়ের উদ্দেশ্যে। বর্তমানে আগের তুলনায়
এখন যেহেতু দর্শনার্থীদের ভিড় বাড়ছে মাতা বাড়িতে, তাই প্রণামী বাক্স গুলিও পরিপূর্ণ
হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তাই বৃহস্পতিবার গোমতী জেলা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর
কালিদাস ঘোষের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় গননা শুরু হয়।
AKB TV News
19.12.2024