আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লঞ্চ ডুবিতে ১৩ যাত্রীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর , আর্থিক সাহায্য ঘোষণা ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বুধবার বিকেলে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে একটি লঞ্চ ডুবিতে ১৩ জন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, তীব্র গতিতে ছুটে আসা স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ‘নীলকমল’ নামে ওই লঞ্চে। এরপরই কাত হয়ে জলে ডুবে যায় ১১০ জন যাত্রী সহ লঞ্চটি। তাতে মৃত্যু হয় ১৩ জনের। ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এদিন রাতেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মৃতের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে। প্রসঙ্গত, নৌ-সেনার একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা মারায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনার তদন্তে নিরাপত্তায় গাফিলতির বড়সড় অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই  স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

     



    AKB TV News

    19.12.2024  



    3/related/default