আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গণ ধর্নার দ্বিতীয় দিনেও দাবিতে অনড় বনমিত্র কর্মীরা ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    চাকরিতে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে বনমিত্র কর্মীদের গন ধর্না কর্মসূচি জারি রয়েছে। মঙ্গলবার ছিল এই কর্মসূচির দ্বিতীয় দিন। তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। এদিন গন ধর্নায় উপস্থিত এক বনমিত্র কর্মী বলেন, সোমবার ভোর চারটা থেকে গণ ধর্নায় বসেছি। কিন্তু এখনও পর্যন্ত কোন আশ্বাস পায় নি। আমরা গন ধর্না জারি রাখলেও প্রশাসন থেকে কোন ধরনের সদুত্তর পায়নি বলে তিনি জানান। বনভোজনের মরশুমে কোন রকম ঘোষণা ছাড়াই বনমিত্র কর্মীরা সিপাহিজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় বিপাকে পড়েছে পর্যটকরা। 


     AKB TV News

    3.12.2024 


    3/related/default