নিজস্ব প্রতিনিধিঃ
বায়ু দূষণের কারণে রাজধানী দিল্লীর
দুর্বিষহ অবস্থা বিরাজমান। মঙ্গলবার সকালে ঘন কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির
বাতাবরণ। বায়ুদূষণে রীতিমত দমবন্ধকর অবস্থা রাজধানীবাসিদের। এদিন সকালে উত্তর
প্রদেশ ও তাজনগরী আগ্রায় ধোঁয়াশার পাশাপাশি কুয়াশার হালকা আস্তরণও ছিল। দিল্লির
ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম, আনন্দ বিহার প্রভৃতি এলাকা এদিন সকালে
ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। এদিকে, আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল
২৯৩, যা অনেকটা খারাপ পর্যায়ে পড়ে। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কিছুটা কমে যায়
দিল্লিতে। তবে কুয়াশার কারণে দিল্লিতে ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।
AKB TV News
3.12.2024