নিজস্ব প্রতিনিধিঃ
২০২৪ লোকসভা নির্বাচনে সব মিলিয়ে প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট গণনা হয়নি। কোন না কোন কারণে ওই বিরাট সংখ্যার ভোটকে হয় বাতিল, না হয় ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছে দেশের নির্বাচন কমিশন। প্রসঙ্গত, সম্প্রতি লোকসভা নির্বাচনে ভোটদানের হার সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার সংখ্যা ছিল প্রায় ৯৭ কোটি ৯৮ লক্ষ। যা ২০১৯ সালের থেকে ৭.৪৩ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় ৬৪ কোটি ৬৪ লক্ষ ভোটার ২০২৪-এ ভোট দিয়েছেন। চূড়ান্ত ভোটের হার ৬৫.৯৭৮ শতাংশ। যা উদ্বেগজনকভাবে ২০১৯ এবং ২০১৪ সালের তুলনায় এই ভোটের হার কম। ২০১৪ সাল থেকে ২০২৪ পর্যন্ত ১.৩ শতাংশ কমেছে ভোট। সেই তথ্য অনুসারে নির্বাচন কমিশন বলছে, সব মিলিয়ে ১০ দশমিক ৫৮ লক্ষ ভোট গণনা হয় নি। ওই ভোটের মধ্যে প্রায় পৌনে ১০ হাজার ভুয়ো ভোটার হিসাবে ধরা পড়ে। বাকি প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট ত্রুটিপূর্ণ, নয় নিয়ম বহির্ভূত বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
28.12.2024