নিজস্ব প্রতিনিধিঃ
শেষ রক্ষা হল। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। বৃহস্পতিবার ইয়েমেনে এক কর্মসূচিতে গিয়ে ইজরায়েলের বোমা বর্ষণের মুখে পড়েন তিনি। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ঘেব্রিয়েসুস। কিন্তু প্রাণ গিয়েছে অন্য দু'জনের। এই মুহূর্তে গাজার পাশাপাশি একাধিক ফ্রন্টে লড়াই করতে হচ্ছে ইজরায়েলি সেনাকে। যার মধ্যে অন্যতম হাউথিরা। যাদের বিরুদ্ধে ইয়েমেনে আগুন ঝরাচ্ছে তেল আভিভ। প্রসঙ্গত, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাত বেড়েছে ইজরায়েল ও হাউথিদের মধ্যে। গত কয়েকমাস ধরেই ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনটির ডেরা গুঁড়িয়ে দিতে ইয়েমেনে হামলা চালাচ্ছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস। জানা গেছে, বৃহস্পতিবার রাজধানী সানার বিমান বন্দরে আক্রমণ শানায় তারা। সেই মুহূর্তে সেখানেই উপস্থিত ছিলেন WHO প্রধান ঘেব্রিয়েসুস। বিবৎস্য বোমা বর্ষণের মুখে পড়েন তিনি ও তাঁর দলের অন্যান্য সদস্যরা। কোনও মতে ভয়ংকর বিপদের হাত থেকে রক্ষা পান সকলে।
27.12.2024