নিজস্ব প্রতিনিধিঃ
আগাম ঘোষণা অনুসারে সোমবার রাজস্থান ও হরিয়ানা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি জয়পুরের জয়পুর এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট ২০২৪ ও রাজস্থান গ্লোবাল বিজনেস এক্সপো'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে এক সমাবেশেরও আয়োজন করা হয়। সেখানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিনিয়োগ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে 'পরিপূর্ণ, দায়িত্বশীল, প্রস্তুত'। এই সম্মেলনে শীর্ষ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কূটনীতিকবিদ কুমার মঙ্গলম বিড়লা, অনিল আগরওয়াল, গৌতম আদানি, আনন্দ মাহিন্দ্রা, সঞ্জীব পুরি, অজয় এস শ্রীরাম, কেইচি ওএনও এবং জাপানের রাষ্ট্রদূত অংশ গ্রহন করবেন। ৫,০০০ এরও বেশি বিশিষ্ট ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী, প্রতিনিধি এবং অংশগ্রহণ কারীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
AKB TV News
9.12.2024