নিজস্ব প্রতিনিধিঃ
দিল্লিতে আসন্ন হাড়কাঁপানো শীত। এমনটাই জানিয়েছে IMD। খুব শীঘ্রই দিল্লিতে শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এরফলে ক্রমশ হ্রাস পাবে রাতের তাপমাত্রা। রবিবার ছিল দিল্লিতে মরশুমের শীতলতম দিন। এদিন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও দ্রুত কমার পূর্বাভাস দিয়েছে IMD। সর্বনিম্ন ৬ এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন দিল্লিতে দিনের তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা গত ১৮ নভেম্বরের পর সর্বনিম্ন বলে জানিয়েছে IMD।
AKB TV News
9.12.2024