Type Here to Get Search Results !

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ  

বুধবার দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন। এদিন তাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, তিনি ছিলেন একজন হৃদয়বান রাষ্ট্রনায়ক। একজন দুর্দান্ত প্রশাসক ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। ১৯৩৫  সালের ১১ই ডিসেম্বর জন্ম গ্রহণ করেছিলেন প্রণব মুধোপাধ্যায়। দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হওয়ার আগে একাধিক মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। ২০২০ সালের ৩১শে আগস্ট ৮৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, “জন্মদিনে স্মরণ করছি প্রণব মুখোপাধ্যায়কে। “ভারতের উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। কোনও বিষয়ে গোষ্ঠী নির্বিশেষে ঐক্যমত গড়ে তোলার এক অনন্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। 




AKB TV News

11.12.2024  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.