নিজস্ব প্রতিনিধিঃ
গোপন খবরের ভিত্তিতে বহিঃ রাজ্যের
দুই মহিলা পাচারকারীকে প্রচুর সংখ্যক গাঁজা সহ যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আটক
করে পূর্ব থানার পুলিশ। এবিষয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান, বুধবার গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ যোগেন্দ্রনগর
রেল স্টেশন থেকে দুজন মহিলা গাঁজা পাচারকারীকে গাঁজা সহ আটক করে। তাদের কাছ থেকে
সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ
টাকা হবে। তাদের সঙ্গে এমন আরও অনেকেই জড়িত আছে বলে জানান তিনি। ধৃতরা হল-পুতুল দেবি ও সঙ্গিতা দেবি। এদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে
পুলিশ।
AKB TV News
11.12.2024