আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি, পরবর্তী শুনানি আগামী ১৭ই মার্চ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    একের পর এক পিছোচ্ছে কলকাতার আর জি কর মামলার শুনানি। প্রসঙ্গত, চলতি বছরের ৮ই আগস্ট কলকাতার আর জি কর কলেজে এক তরুণী চিকিৎসকে গন ধর্ষণের পর নৃশংস ভাবে খুন করা হয়। এই ঘটনার প্রতিবাদে গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদী জড় উঠে। আন্দোলনে নামে চিকিৎসকরা। মামলা গিয়ে গড়ায় দেশের শীর্ষ আদালতে।বর্তমানে শীর্ষ আদালতে চলছে এই মামলার শুনানি।মঙ্গলবার ছিল শুনানি।  এদিন মামলার শুরুতেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, এই মামলায় “প্রচুর আবেদন জমা পড়েছে। সব আবেদনের শুনানি করতে গেলে অনেক সময় লাগবে। শুধুমাত্র আর্জি এবং প্রয়োজনীয় তথ্য পেশ করুন।” সেইমত সিবিআইয়ের  আইনজীবী তুষার মেহতা তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন আদালতে। পাশাপাশি নিম্ন আদালতের মামলা কোন অবস্থায় রয়েছে সেটাও জানতে চান প্রধান বিচারপতি। পাশাপাশি আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কি না, তা জানতে চান প্রধান বিচারপতি। এবিষয়ে তুষার মেহেতা বলেন, অন্য কোর্টে এই বিষয়ে মামলা চলছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করেছিলেন। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু রাজ্যের অনুমতি পাওয়া যাচ্ছে না।” যদিও সিবিআইয়ের দাবি মানেননি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। এদিকে, মঙ্গলবার আদালতে দ্রুত বিচারের আর্জি জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী। এর প্রেক্ষিতে বিচারপতি বলেন, “ছুটির দিন ছাড়া প্রতি দিনই ট্রায়াল হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ হয়ে যেতে পারে।” একই সঙ্গে  কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সবশেষে এদিন শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ই মার্চ হবে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি।



    AKB TV News

    10.12.2024  

     


    3/related/default